তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে হাসান কামরুল (৩২) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি সোনারগাঁও রয়েল রিসোর্টে সিকিউরিটির দায়িত্বে কর্মরত আছেন। দৈলেরবাগ গ্রামের সন্ত্রাসী ফরিদ ও তার সহযোগীরা তাকে কুপিয়ে জখম করে নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
আহত হাসান জানান, একটি বিশেষ কাজে রয়েল রিসোর্ট থেকে মোগরাপাড়া চৌরাস্তার দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে চিলারবাগ গ্রামের মোমেনের দোকানের সামনে পৌঁছালে ফরিদের নেতৃত্বে ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল তার অটোরিকশার গতিরোধ করে। এ সময় তারা চাপাতি দিয়ে কামরুলের ওপর হামলা চালায়। তিনি আত্মরক্ষার চেষ্টা করলে চাপাতির কোপে তার এক হাতের চারটি রগ কেটে যায়।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর আহত কামরুল সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।