1. site@ekusheynews.online : একুশে নিউজ : একুশে নিউজ
  2. info@www.ekusheynews.online : একুশে নিউজ :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
শুভ নববর্ষ ১৪৩২: নতুন সম্ভাবনায় উদ্ভাসিত হোক প্রতিটি দিন। সোনারগাঁ রয়েল রির্সোটের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম, নগদ অর্থ ছিনতাই। পানাম সিটি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল। সোনারগাঁয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত ১ ধ্বংস হোক অন্যায় লাঙ্গলবন্দে স্নানে দেশি বিদেশিপুণ্যার্থীদের ঢল। একুশে নিউজ পরিবারের পক্ষ থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা শাহাদাত প্রধানের উদ্যোগে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সির টয়লেট থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ। সোনারগাঁয়ে ২ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মোগরাপাড়া চৌরাস্তার ফুটওভার ব্রিজ হকারমুক্ত করতে বিএনপি নেতা আতাউর রহমানের উদ্যোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁ, নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম জনবহুল ও গুরুত্বপূর্ণ মোগরাপাড়া চৌরাস্তার ফুটওভার ব্রিজ হকারমুক্ত করতে নিজ উদ্যোগে কাজ করছেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।

সোমবার বিকেলে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে ফুটওভার ব্রিজে বসা হকারদের অনুরোধ করেন, যাতে তারা জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করেন। এসময় তিনি জানতে চান, উচ্ছেদের পরও তারা কেন এখানে বসেছেন এবং কার নির্দেশে পুনরায় দোকান স্থাপন করেছেন। পরে বিনয়ের সাথে তাদের দোকান সরিয়ে নিতে বলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আগেও এক পক্ষের ইশারায় ফুটওভার ব্রিজটির একপাশ দখল করে হকাররা ব্যবসা করছিল। প্রশাসন একাধিকবার উচ্ছেদ করলেও কিছুদিন পরেই আবার দোকান বসানো হতো, ফলে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হতো। সাবেক এমপি কায়সার হাসনাতও হকারদের ব্রিজে দোকান না বসানোর অনুরোধ করেছিলেন, কিন্তু তারা তা উপেক্ষা করে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত মাসে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে ফুটওভার ব্রিজটি হকারমুক্ত করলেও, কয়েকদিন পর আবারও হকাররা সেখানে দোকান বসায়।

এই পরিস্থিতিতে, সোমবার বিকেলে বিএনপি নেতা আতাউর রহমান উদ্যোগী হয়ে হকারদের বুঝিয়ে বলেন, যাতে তারা ফুটওভার ব্রিজে বসে জনগণের চলাচলে বিঘ্ন না ঘটান এবং ব্রিজটি হকারমুক্ত থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট