তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও পৌরসভা, উপজেলা ভূমি অফিস ও সোনারগাঁও থানাসহ উপজেলা পরিষদ পরিদর্শন করেন।
সোমবার ২৭ শে জানুয়ারি দুপুরে পৌর মিলনায়তন হল রুমে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত, শীতার্ত গরীব ও দুঃস্হ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
উক্ত বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউ এনও ফারজানা রহমান এর সভাপতিত্ত্বে ও পৌর সচিব মাসরেকুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট নারায়ণগঞ্জ, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সেই সাথে সোনারগাঁ পৌরসভাসহ বিভিন্ন জায়গায় বর্জ্য নিষ্কাশনের জন্য ডাস্টবিন বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, সোনারগাঁও পৌরসভার সাধারণ জনগণ যেন সঠিকভাবে সেবা পেতে পারে সেই জন্য পৌর কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন এবং যথা সময়ে পৌর কর দেওয়ার আহ্বান জানিয়েছেন ।
সহকারী কমিশনার ( ভূমি) এর কার্যালয় পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে দর্শনার্থীদের জন্য বসার ওয়েটিং রুম এর শুভ উদ্বোধন ও উপজেলা চত্বরে লনটেনিস কোর্ট এর শুভ উদ্বোধন করেন তিনি।
এ ছাড়া ও জেলা প্রশাসক ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এ সময় ছোট ছোট কমলমতি শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস পরিদর্শন শেষে তিনি উপজেলার বিভিন্ন অফিসারদের সাথে মতবিনিময় সভা করেন।
এ সময় জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ উপজেলা সহকারী কমিশনার ভূমি মনজুরুল মোরশেদ,কাচপুর সার্কেল এর সহকারী কমিশনার ভুমি মেহনাজ সোনারগাঁ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।8