নিজস্ব প্রতিবেদক ঃ
১৮ই সেপ্টেম্বর রোজ বুধবার বিকাল ৫ঘটিকার সময় সোনারগাঁও পৌরসভার আদমপুর সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দীর্ঘদিন যাবত কারাবরণে অসুস্থতায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। তাঁর রোগ মুক্তি কামনায় ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতন হওয়ার পর এসএম জিলানী তার নিজ গ্রামের বাড়ি গোপালগঞ্জে গত ১৩ই আগস্ট পৌছিলে সন্ত্রাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে এবং তার স্ত্রীকে গুরুতর আহত করে এখন তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই দেশবাসী তাদের উদ্দেশ্যে সুস্থতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোনারগাঁ পৌরসভা বিএনপি’র নেতাকর্মীদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময় সোনারগাঁ পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃফারুক হোসেনের সভাপতিত্বে ও হুমায়ুন কবির মাসুম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশারফ হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সালু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভার সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব কমিশনার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সোনারগাঁ পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির রফিক, সোনারগাঁ পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মোশারফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে মিলাদ মাহফিলটি পরিচালিত হলেও আরো অসংখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।