বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর ডেমরায় এক ওয়ার্ড যুবদল নেতা কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার(৯আগষ্ট) বিকালে ওরিয়েন্ট স্কুল মোড়ে হামলার শিকার হয় সাইদ আহমেদ (৩২) নামের এই যুবদল নেতা। তিনি ডেমরা থানার ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন।
নিহত সাইদের মামা আপেল মাহমুদ বলেন, বিকালে একটি প্রোগ্রাম শেষ করে সাইদ আমতলার বাসায় ফিরছিলেন।
বাসার অদূরে ছাত্রলীগ, যুবলীগের আনোয়ার, আকবার, রনি, সালামসহ অন্তত ২০ থেকে ২৫ জন তাকে ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত যুবদল নেতা সাঈদের দেড় বছরের একটি সন্তান রয়েছে।