1. site@ekusheynews.online : একুশে নিউজ : একুশে নিউজ
  2. info@www.ekusheynews.online : একুশে নিউজ :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
শুভ নববর্ষ ১৪৩২: নতুন সম্ভাবনায় উদ্ভাসিত হোক প্রতিটি দিন। সোনারগাঁ রয়েল রির্সোটের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম, নগদ অর্থ ছিনতাই। পানাম সিটি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল। সোনারগাঁয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত ১ ধ্বংস হোক অন্যায় লাঙ্গলবন্দে স্নানে দেশি বিদেশিপুণ্যার্থীদের ঢল। একুশে নিউজ পরিবারের পক্ষ থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা শাহাদাত প্রধানের উদ্যোগে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সির টয়লেট থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ। সোনারগাঁয়ে ২ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রূপগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের পাশে সাংবাদিকরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জপ্রতিনিধিঃ

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ ও ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের পাশাপাশি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা দায়িত্ব পালন করছে। গতকাল ১০ আগষ্ট শনিবার সকাল ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্বে পূর্ণাঙ্গভাবে ফিরে না আসা পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবে।

ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, বরপা, কাঞ্চন, তারাবো, মুড়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকার রাস্তা-ঘাটের ময়লা আবর্জনা পরিস্কার করে লোকজনদেরকে সচেতন হওয়ার পরামর্শ দেন সাংবাদিকরা। সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল ও যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থী ও সাংবাদিকরা। এছাড়া সরকারি মুড়াপাড়া কলেজ, ভুলতা স্কুল এন্ড কলেজ, কাঞ্চন সলিমুদ্দিন চৌধুরী কলেজ, পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ, হাজী নূরউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়সহ রূপগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা  ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহন করে।

ভুলতায় ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী ইমা আক্তার বলেন, ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে পারবে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি।

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যেখানে কোমলমতি ছাত্র-ছাত্রীরা রোদে-পুড়ে কাজ করছে। সেখানে বিবেকের তাড়ণায় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরাও মাঠে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট