তরিকুল ইসলাম ঃ
ফিলিস্তিন আজ রক্তে রাঙা, শিশুর কান্না বাতাসে ভাসে,
নিরস্ত্র প্রাণ নিথর পড়ে, জীবন সেখানে দামে আসে।
আকাশ কাঁদে, মাটি ফেটে চায়—কেন এই নিষ্ঠুরতা?
মানবতা আজ প্রশ্ন করে—কোথায় সভ্যতা?
ওআইসি চুপ, মুসলিম ভ্রাতারা গভীর নিদ্রায়,
তেলের গন্ধে ঢেকে গেছে ন্যায়ের পথের ছায়া।
যারা ছিলো কণ্ঠস্বর, আজ তারা নীরব কেন?
দখলদারীর আগুন ছড়ায়, কেউ তবু বলেনা “না” একটুকু যেন।
বিশ্ব জুড়ে মুখোশ পরে ঘুরে বেড়ায় শান্তির দল,
হৃদয়হীন ক্ষমতার খেলা, রক্তে লেখা নিষ্ঠুর ফল।
নেতানিয়াহু—তোমার হাতে রক্তের সই,
তোমার রাজ্যে কাঁদে আজ মানবতার কণ্ঠস্বরও ক্ষীণ-তরই।
ধ্বংস হোক অন্যায়ের রাজপ্রাসাদ,
ভেঙে পড়ুক মিথ্যার দুর্ভেদ্য কাঁটাতার।
ফিরে আসুক শিশুর হাসি, ফিরে আসুক ভালোবাসা,
ফিলিস্তিন বাঁচুক, বাঁচুক মানবতার আশা।