1. site@ekusheynews.online : একুশে নিউজ : একুশে নিউজ
  2. info@www.ekusheynews.online : একুশে নিউজ :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুভ নববর্ষ ১৪৩২: নতুন সম্ভাবনায় উদ্ভাসিত হোক প্রতিটি দিন। সোনারগাঁ রয়েল রির্সোটের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম, নগদ অর্থ ছিনতাই। পানাম সিটি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল। সোনারগাঁয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত ১ ধ্বংস হোক অন্যায় লাঙ্গলবন্দে স্নানে দেশি বিদেশিপুণ্যার্থীদের ঢল। একুশে নিউজ পরিবারের পক্ষ থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা শাহাদাত প্রধানের উদ্যোগে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সির টয়লেট থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ। সোনারগাঁয়ে ২ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউ কে’র পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে ইংল্যান্ডের লন্ডনস্থ প্রবাসরত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কৃতি সন্তানদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “সোনারগাঁও ওয়েলফেয়ার লন্ডন ইউ কে”র উদ্যোগে সোনারগাঁয়ের প্রায় ৪ শত গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

১৮ মার্চ সকাল এগারোটার দিকে  মোগড়াপাড়া বাজার থেকে উপজেলার জামপুর, শম্ভুপুরা, মোগড়াপাড়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন ও সোনারগাঁ , পৌরসভার ৪ শত গরিব ও দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে চাল, চিনি, লবণ, আলু, পিঁয়াজ, ডাল, ভোজ্য তৈল, পোলাও চাল, সেমাই ও ছোলা প্রদান করা হয়।

“সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউ কে’র পরিবারের স্থানীয় সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রমজান মানে ত্যাগ, ক্ষুদ্রতা, নিচুতা, অহংকার, স্বার্থপরতার ত্যাগের মাধ্যমে  সার্থক হয়ে উঠে ঈদ উল ফিতর। ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে আমরা মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেই।

সামাজিক সংগঠন লন্ডনস্থ “সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউকে’র সভাপতি
মামুন কবির বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের মর্মবাণী অন্তরে ধারণ করে সবাই নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ গ্রহণ করা সকলের নৈতিক দায়িত্ব। তিনি পবিত্র রমজান মাস সমাজের দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোয় “সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউকে’র সকল সদস্যদের ধন্যবাদ জানান।

প্রবাসীদের ঐক্যবদ্ধ এমন সৃজনশীল কার্যক্রমের প্রশংসা করে এলাকাবাসী জানান, যে কোন উৎসব অনুষ্ঠান কিংবা দূযোর্গ ও দূঃসময়ে “সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউকে’র সহযোগিতা পেলে গ্রামের দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে।

জানা যায়, “সোনারগাঁও ওয়েল ফেয়ার লন্ডন ইউ কে” নিয়মিত সহায়তার পাশাপাশি আগামীতে বিভিন্ন পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে নানামুখী ব্যয়বহুল প্রকল্প হাতে নিয়েছে। যা বাস্তবায়ন হলে এলাকার হতদরিদ্র পরিবারের সংখ্যা কমার পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নতি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট