তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৌরসভায় মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন,মাদক সেবন না করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি, এই স্লোগানকে সামনে রেখে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন গজারিয়া মুন্সিগঞ্জ এর উদ্যোগে ২৬ শে ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সোনারগাঁও পৌরসভার আমিনপুর মাঠ প্রাঙ্গনে মাদকের বিরুদ্ধে এ সচেতন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনারগাঁওয়ে মাদকের টাকার জন্য ছেলে বাবাকে খুন করেছে। এদেরকে মাদক থেকে দূরে সরে রাখতে হলে, আমাদেরকে প্রশাসনিক ও সামাজিক ভাবে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। তাদেরকে একটি ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলেই সমাজ থেকে মাদক নির্মূল হবে।
এ সময় র্যালিটি সোনারগাঁও পৌরসভার আমিনপুর মাঠ হয়ে আদমপুর বাজার প্রদক্ষিণ করে সোনারগাঁও মিনি স্টেডিয়াম গেইটে এসে শেষ হয়। নারায়ণগঞ্জ জোন পদ্মা ব্রিজ মুন্সিগঞ্জ টুরিস্ট পুলিশ এর সহযোগিতায় রেনেসাঁ ফাউন্ডেশনের সভাপতি মোঃমোক্তার হোসেনের সভাপতিত্বে ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ সিলেট মুন্সিগঞ্জ এর মোঃ সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের পুলিশ সুপার পি পি এম মোহাম্মদ নাইমুল হক , রেনেসাঁ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি টুরিস্ট পুলিশের সভাপতি ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন।
সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জোনের টুরিস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুন্সিগঞ্জ জেলার টুরিস্ট পুলিশ ইনচার্জ পিপিএম মোহাম্মদ মামুনুর রশিদ,সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারি,ওসি তদন্ত মোহাম্মদ রাসেদ, সোনারগাঁও পৌর বিএনপি’র সভাপতি শাজাহান মেম্বার, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, সাবেক জেলা যুবদলের নেতা হারুন অর রশিদ মিঠুসহ উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মী গণমান্য ব্যক্তি ও স্থানীয় সংবাদকর্মীরা।