1. site@ekusheynews.online : একুশে নিউজ : একুশে নিউজ
  2. info@www.ekusheynews.online : একুশে নিউজ :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুভ নববর্ষ ১৪৩২: নতুন সম্ভাবনায় উদ্ভাসিত হোক প্রতিটি দিন। সোনারগাঁ রয়েল রির্সোটের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম, নগদ অর্থ ছিনতাই। পানাম সিটি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল। সোনারগাঁয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত ১ ধ্বংস হোক অন্যায় লাঙ্গলবন্দে স্নানে দেশি বিদেশিপুণ্যার্থীদের ঢল। একুশে নিউজ পরিবারের পক্ষ থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা শাহাদাত প্রধানের উদ্যোগে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সির টয়লেট থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ। সোনারগাঁয়ে ২ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে অবৈধ মাছের ঝোঁপ উচ্ছেদ পরিচালনা করছেন ইউএনও

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি।

(১/১২/২৪ইং তারিখ রোজ রবিবার বেলা ১১ঘটিকায়) মেঘনা নদীতে অবৈধ ঝোঁপ বা কাঠা ফিসারী উচ্ছেদে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা রহমান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।আরও উপস্থিত ছিলেন মনজুরুল মোর্শেদ,সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁ নারায়ণগঞ্জ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ,জনাব মাহমুদা আক্তার, অফিসার ইনচার্জ নৌ পুলিশ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।
অভিযান পরিচালনা করে তিনটি ঝোঁপের বাঁশ ও জাল কেটে ফেলা হয়। যার আর্থিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। আরো দুটি ঝোপের বাঁশ কেটে ও কচুরিপানা সরিয়ে দেয়া হয়। উল্লেখ্য যে, মেঘনা নদীতে অবৈধ ঝোঁপ দেওয়ার ফলে মেঘনা নদীতে দেশীয় মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন কমে যাচ্ছে এবং এই ঝোঁপের মাধ্যমে দেশীয় প্রজাতির সকল মা মাছ ও অন্যান্য ছোট মাছ ধরে ফেলা হয়।
বৈদ্যের বাজার ও বারদী ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল -মামুন, উপজেলা নির্বাহী অফিসারের কাছে সময় চেয়েছেন। মেঘনা নদীতে বিদ্যমান সকল অবৈধ ঝোঁপ বা কাঁটা ফিসারি সরিয়ে ফেলার জন্য।সে প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সাত দিনের সময় দিয়েছেন।এ সাত দিন এর মধ্যে অবৈধ ঝোঁপ সরিয়ে ফেলা না হলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁ , নারায়ণগঞ্জ এবং পরবর্তীতে মৎস্য নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট