তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানার আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় সোমবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আজ সোমবার ভোর পাঁচটার দিকে টিস্যুর গুদামে আগুন লাগে।
পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
রাজন মিয়া নামে ওই কারখানার এক শ্রমিক বলেন, রাতে ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পড়তে পারেন। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন এক ভবন থেকে আরেক ভবনে ছড়িয়ে পড়েছে। এমন ভয়াবহ দৃশ্য আগে দেখিনি।
নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সোনারগাঁও, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন,বন্দর, কাঁচপুর ও নারায়ণগঞ্জ স্টেশনের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ৪ ঘণ্টা পর সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
তবে প্রাথমিক আগুনের কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত করে পরে তথ্য জানাতে পারব।