সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালিতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শুক্রবার (১৫ নভেম্বর) যোগদান করেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব। নারায়ণগঞ্জ মহানগর উদ্যোগে আয়োজিত র্যালিকে সফল করে তোলার জন্য সিদ্ধিরগঞ্জ এর বিভিন্ন ওয়ার্ড থেকে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ১নং ওয়ার্ডের সিআই খোলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে জমায়েত হতে থাকে। সকাল দশটায় ছয়টি বাস যোগে নেতাকর্মীদের নিয়ে হাবিবুর রহমান হাবিব নারায়ণগঞ্জ চাষাড়া মোড়ে সমবেত হন। এই সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ হাবিবুর রহমান হাবিবকে ও নেতাকর্মীদেরকে স্বাগত জানান। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব নেতাকর্মীদের নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে চাষাড়া হতে নিতাইগঞ্জ নগর ভবন পর্যন্ত বিশাল মিছিল নিয়ে যোগদান করেন। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে রাজপথ কাঁপিয়ে আগামী দিনে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে ও শক্তিশালী করতে রাজপথে থাকতে চান হাবিবুর রহমান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন , মোঃ ইব্রাহিম (খলিল), সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আনিছ দেওয়ান, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক দলের নেতা জনি ইসলাম , ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা এসএম ইমরান, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাইনুদ্দিন সহ অসংখ্য নেতা কর্মী।