তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারীসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী ও ভিটি পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঐ এলাকায় শিয়ালের আতঙ্কে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
জানাযায়, শুক্রবার বিকেলে একটি শিয়াল হঠাৎ করে গ্রামের ভেতর চলে আসে। এ সময় শিয়ালের কামড়ে পরমেশ্বরদী ও ভিটি পাড়া গ্রামের সড়কে ও বসতভিটায় অবস্থান করা শাহজালাল(১৪),সোহাগ(১১),মো.হালিম(৫০)ও রুবী বেগমসহ(৬০) প্রায়২০ জন আহত হয়।
ভিটিপাড়া গ্রামের মো.এছাক বলেন, বিকাল ৪টার দিকে একটি শেয়াল হঠাৎ লোকালয়ে চলে আসে। এসময় যাকেই সামনে পেয়েছে কামড়ে আহত করেছে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরতো চিকিৎসক ডা.ফাতেমা জানান, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।