তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়রাপাড়া চৌরাস্তা হইতে বৈদ্যের বাজার মাছঘাট পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। এ রাস্তাটির ব্যাপারে সোনারগাঁয়ে সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন অনলাইন পোর্টালে ও পত্রিকায় সংবাদ প্রকাশ করে থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। রাস্তার পূর্ণাঙ্গ কাজ না হলেও কিছু কিছু জায়গায় মেরামতের কাজ করে দিয়েছেন।
কিন্তু সোনারগাঁও সাব রেজিস্ট্রি অফিস হইতে বৈদ্যের বাজার মাছঘাট পর্যন্ত মানুষের চলাচলে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মা-বোনদের সবচেয়ে সমস্যা বেশি হচ্ছে।
আজ ২৬শে অক্টোবর রোজ শনিবার সকাল ১০:০০ঘটিকার সময় সরে জমিনে গিয়ে রাস্তার বিভিন্ন জায়গার খানাখন্দের ও বড় বড় গর্তের ছবি ধারণ করতে সক্ষম হই।
এ বিষয়ে রোডস্ এন্ড হাইওয়ের কর্মকর্তা সাহানা ফেরদৌসের সাথে কথা বললে তিনি বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাবার্তা চলছে। অচিরেই এর ব্যবস্থা করা হবে। যেহেতু এতদিন বৃষ্টি ছিল সেই কারণে আমাদের কাজকর্ম আটকে গেছে। এখন বৃষ্টি শেষ, কাজ করার চিন্তাভাবনা আমাদের রয়েছে। আর এই রাস্তার কাজ হালকাভাবে করলে চলবে না। স্থায়ীভাবে করার চিন্তা ভাবনা আমাদের রয়েছে।