বিশেষ প্রতিনিধিঃ
বিগত দিনে বাংলাদেশ আওয়ামীলীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীদের আচরণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। সারাদেশে ছাত্রলীগের ক্যাডারদের তান্ডবে অস্থিতিশীল হয়ে উঠেছিল গোটা দেশ। দিনে দিনে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় আওয়ামীলীগের এই সংগঠনটি। তাদের অপকর্মে খোদ দলের লোকজনই বিরক্ত হয়ে উঠে। বাংলাদেশের সুপরিচিত সিলেট জেলাও এর ব্যতিক্রম ছিলোনা। সিলেট সদর উপজেলা ছাত্রলীগের তান্ডবের শিকার হয়ে অনেকেই নি:স্ব হয়ে গেছে। তাদের মধ্যে অন্যতম একজন সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পাবেল আহমদ । বিগত আওয়ামিলীগ সরকারের আমলে তার অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে এলাকার বহু নিরীহ মানুষ। খোঁজ নিয়ে জানা যায় পাবেলের অত্যাচার থেকে বাঁচতে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে বিরোধী দলের অনেক নেতাকর্মী।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের আগেই তিনি লন্ডন চলে যান। জানা যায়, আওয়ামী লীগ সরকারের অবস্থা বেগতিক বুঝতে পেরে পাবেল মে মাসে দেশত্যাগ করে। ঐ এলাকার কয়েকজন স্হানীয় বাসিন্দা বলেন, পাবেল আহমদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দলীয় ক্ষমতার প্রভাবে এলাকার মানুষকে জিম্মি করে রাখতো পাবেল। তাই তার দেশ ত্যাগে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এসেছে । তারা আরো বলেন পাবেল দেশে ফিরে এলে তাকে যেখানে পাবে সেখানেই গণধোলাই দিয়ে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। সিলেটের মাটিতে পাবেল আহমদ এর মতো ছাত্রলীগের নেতার জায়গা হবে না। তাকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।