1. site@ekusheynews.online : একুশে নিউজ : একুশে নিউজ
  2. info@www.ekusheynews.online : একুশে নিউজ :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুভ নববর্ষ ১৪৩২: নতুন সম্ভাবনায় উদ্ভাসিত হোক প্রতিটি দিন। সোনারগাঁ রয়েল রির্সোটের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম, নগদ অর্থ ছিনতাই। পানাম সিটি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল। সোনারগাঁয়ে সরকারী কলেজে বৈদ্যুতিক শকে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত ১ ধ্বংস হোক অন্যায় লাঙ্গলবন্দে স্নানে দেশি বিদেশিপুণ্যার্থীদের ঢল। একুশে নিউজ পরিবারের পক্ষ থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা শাহাদাত প্রধানের উদ্যোগে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সির টয়লেট থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ। সোনারগাঁয়ে ২ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জিপিএ ৪.২৫ পে‌য়ে‌ছেন ছাত্র আন্দোলনে শহীদ নাফিসা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ নাফিসা হোসেন এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পে‌য়ে‌ উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার ফল পেয়ে যখনে আনন্দে উচ্ছ্বসিত হওয়ার কথা তখন কেবলই চোখের জল ফেলছে তার পরিবার।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরিবার জানতে পারে নাফিসা হোসেন মারওয়া জিপিএ ৪.২৫ পে‌য়ে‌ উত্তীর্ণ হয়েছেন।

১৭ বছরের নাফিসা চলতি বছর গাজীপুরের টঙ্গী এলাকার শাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তিনি সাভারের নামাবাজার এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নাফিসার বাবা আবুল হোসেন পেশায় একজন চা দোকানি। নাফিসা ও তার ছোট বোন রাইসাকে নিয়ে বাবা আবুল হোসেন থাকতেন টঙ্গীর এরশাদনগর বস্তি এলাকার একটি ভাড়া বাড়িতে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে নাফিসার মা কুলসুম বিদেশে পাড়ি জমান কয়েক বছর আগে। গত ৩ আগস্ট নাফিসা পরিবার সবাইকে না জানিয়ে সাভারে তার মামার বাসায় এসে সহপাঠীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। এ সময়ও পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন আন্দোলনে গুলি চালায়। নাফিসা এ সময় শহীদ হন।

নাফিসার বাবা আবুল হো‌সেন বলেন, মেয়ের লেখাপড়ায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য তাকে কখনো রান্না করতে দিতাম না। নিজে ছোট্ট চায়ের দোকানে যা আয় হতো পুরোটাই মেয়েদের পড়াশুনা আর দেখভালে খরচ করেছি। ১৮ জুলাই আমাকে না বলেই নাফিসা উত্তরায় ছাত্র আন্দোলনের যোগ দেয়। পরে প্রতিবেশীদের কাছে বিষয়টি জানতে পেরে আমি মেয়েকে বাঁধা দিই।

কিন্তু মেয়ে আমাকে ফাঁকি দিয়ে আগস্টের ৩ তারিখ সাভারে তার মামার বাসায় বেড়াতে যায়। নাফিসার স্কুল সাভারে হওয়ায় সেখান তার অনেক বন্ধু-বান্ধবী ছিল। তাদের সাথেই আমার মেয়ে সাভারে আন্দোলনে যোগ দিয়ে গুলিতে শহীদ হয়েছে। কিন্তু একটাই কষ্ট যেই স্বাধীনতার জন্য আমার মেয়েটা প্রাণ দিল সেই স্বাধীন দেশেই আমার মেয়ে তার পরীক্ষার রেজাল্ট দেখে যেতে পারেনি।

গত ৫ আগস্ট দুপুর ২টার দিকে আন্দোলনরত অবস্থায় বুকে গুলিবিদ্ধ হয়ে আহত হন নাফিসা। তার সঙ্গে থাকা অন্যান্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। আবুল হো‌সেন মেয়ের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে টঙ্গীর এরশাদনগর এলাকার কবরস্থানে দাফন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট