তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নানা আয়োজনে সোনারগাঁয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)পালিত হয়।
এ উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস র্যালি ও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের আয়োজনে শম্ভুপুরা ইউনিয়ন ৮নং ওয়ার্ড থেকে জশনে জুলুসের র্যালি শুরু হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে এলাহীনগর ঈদগাঁ এসে মহানবী (সা.)-এর ওপর আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে অংশ বাংলাদেশ ইসলামী যুবসেনা,ছাত্রসেনা,গাউছিয়া কমিটির থানা শাখার নেতৃবৃন্দ ও উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।
এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা নানা রঙ-বেরঙের ব্যানার,ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে‘নারায়ে তাকবির-আল্লাহু আকবর,নারায়ে রিসালাত-ইয়া রাসুলাল্লাহ’ধ্বনিতে স্লোগান দিতে থাকে-এতে মুখরিত হয়ে উঠে পুরো সোনারগাঁ উপজেলা।