তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
মোগরা পাড়া চৌরাস্তার উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্রিজের পূর্ব পাশে অবস্থিত জায়গাটি সরকারিভাবে হালট ছিল। সেই হালট ভরে স্থাপনা তৈরি করার কারণে এখানে পানি চলাচলে ড্রেনটি বন্ধ হয়ে যায়। সেই কারণে বাধা দিলে, বাধা কৃত ব্যক্তিদের নামে থানায় অভিযোগ দায়ের করেন।
সরে জমিনে গিয়ে জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা হাবিবপুর গ্রামের মৃত মহারাজের ছেলে জিলানী ও আব্দুল কাদির এরা চার ভাই মিলে সরকারি হালট ভরাট করে স্থাপনা তৈরি করছেন। সেই কারণে হাবিবপুর এলাকার পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন ছিল, সেই ট্রেনটি বন্ধ হয়ে যায়। ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিরু মিয়া তাদেরকে বাঁধা প্রদান করিলে তারা সোনারগাও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে১০ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় সোনারগাঁ থানার পুলিশ তদন্ত করতে আসিলে সাংবাদিকরা উপস্থিত থাকলে সরে জমিনে ঘটনার বিবরণ জানতে পারেন।
এ সময় হাবিবপুর এলাকার স্থায়ী বাসিন্দা মৃত মহারাজের ছেলে জিলানী বলেন, আমি সরকারি জায়গা ভরাট করে কাজ করতেছি। সরকার যদি মনে করেন, আমি জায়গা নিয়ে যাব, তাহলে নিয়ে নিবেন। আমার কোন আপত্তি নাই। তবে এখানে যে ড্রেনটা রয়েছে, এই ড্রেন যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি নিজে উপস্থিত থেকে ড্রেন মেরামতের কাজ সম্পন্ন করে দিব। যাহাতে এলাকার লোকজনের চলাচলের কোন সমস্যা না হয়।
এ বিষয়ে ভুক্তভোগীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এই ড্রেন দিয়ে হাবিবপুর গ্রামের চৌরাস্তা বাজারের যত ময়লা আবর্জনা আছে, সব ময়লা -আবর্জনা এই ড্রেন দিয়ে পানির সাথে নদীতে চলে যায়। এই ড্রেনটি বন্ধ হয়ে গেলে, আমাদের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যাবে। সেই কারণেই আমরা, প্রশাসনের কাছে সুষ্ঠু সমাধান চাচ্ছি।
এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিল।